ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ মানবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ মানবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘কোনো অবস্থাতেই ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিমতীর থেকে জোরপূর্বক উচ্ছেদের অনুমতি যুক্তরাষ্ট্র দেবে না।’

এছাড়া গাজায় অবরোধ আরোপ এবং গাজার সীমানা নতুন করে নির্ধারণও যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ এর ফাঁকে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসির সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। এরপরই এমন মন্তব্য করেন তিনি। এছাড়া গাজা থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করায় সিসিকে ধন্যবাদ জানান কমলা।মিসরের প্রেসিডেন্টকে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট আরও বলেন, ‘শান্তি প্রচেষ্টা শুধুমাত্র তখনই সফল হবে যদি ফিলিস্তিনিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র গঠনের স্পষ্ট  রাজনৈতিক লক্ষ্য নিয়ে আগানো হয়। যে রাষ্ট্র পরিচালিত হবে পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বারা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *