ডিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
দীর্ঘদিন পর্যন্ত বাসা ভাড়া নিয়ে নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে চলচ্ছে অসামাজিক কার্যকলাপ। গোপনীয় তথ্য সূত্রের ভিত্তিতে পুলিশের একটি চৌখুশটিম চারজনকে গ্রেফতার করেন।
ভোলা সদর পৌরসভা ৬নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া শতদল বিকাশ ক্লাবের পাশে মমতাজ উদ্দিন লেন ডাক্তার হারুন আর রশিদের বাসায় গোপনীয় তথ্যসূত্রের ভিত্তিতে পুলিশের একটি চোখুজ টিম সদর মডেল থানার ওসি শাহীন ফকিরের নেতৃত্বে আজ সকাল অনুমানিক ১১. ৪৫ মিনিটে অভিযানটি পরিচালনা করে, নারীসহ চারজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ১/জুয়েল(২০)পিং মৃত্যু ইউছুব ২/আক্তার উদ্দিন বেপারী (১৪)পিং মোঃশাহাজান ৩/আলাউদ্দিন( ২০)পিং মৃত্যু শহিদ মৃধা সর্ব সাং পুর্ব ইলিশা ভোলা সদর ভোলা ৪/মেঘনা (৩০)পিং আকরাম উল্লাহ
সাত থেকে আট মাস ধরে হারুনুর রশিদের বাসাটি ভাড়া নিয়ে তাকে জিম্বি করে তার বাসায় চালাচ্ছেন অসামাজিক কার্যকলাপ হারুনুর রশিদ বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্যক্তিকে জানালে নাজিম উদ্দিন আলম হারুনুর রশিদকে হুমকি দেন।
এবং তিনি আওয়ামী লীগের লিডার হিসাবে পরিচিত এবং তিনি আওমীলীগের দলীয় প্রভাব খাটিয়ে এখানে সেখানে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করিয়ে থাকেন এবং তার নেতৃত্বে চলছে এই অসামাজিক কার্যকলাপ।
ঘর মালিক হারুনুর রশিদ বলেন। আমি যখন জানতে পারি আমার বাসায় এই ধরনের অসামাজিক কার্যকলাপ চলতেছে আমি তাকে বাসা ছাড়ার কথা বললে তিনি আমাকে দলীয় প্রভাব দেখান এবং আমাকে হুমকি দেন এবং নাজিম উদ্দিন আলম বলেন আমি আওয়ামী লীগের একজন নেতা আমার সাথে বাড়াবাড়ি করবেন না। আমি এই বিষয়টি স্থানীয় লোকজনকে জানাই তারা নাসিম উদ্দিন আলমকে এই বিষয়ে অবগত করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন আমরা দীর্ঘদিন পর্যন্ত এই ধরনের অসামাজিক কাজে লিপ্ত থাকা এবং বাসা বাড়ি ভাড়া নিয়ে কার্যকলাব করা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আমরা বিভিন্নভাবে আইনি ব্যবস্থা নিয়েছি। আজকের এই বিষয়ে আমরা তাদেরকে গোপনীয় তথ্যের ভিত্তিতে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়া দিন।