
ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বিবিসি ওয়ান নিউজ
ভোলা জেলা প্রশাসক জনাব মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে দিবসটি পালিত হয়।অদ্য ২৭/০৯/২০২৩ খ্রি. তারিখ বিশ্ব পর্যটন দিবস ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলার আয়োজনে সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে গার্ল গাইডস ও স্কাউটসের সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মান্যবর জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান এর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তামিম আল ইয়ামীনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ, বিএনসিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস দুটিকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।