
বিবিসি ওয়ান নিউজ
মোঃ মেহেদী হাসান সুমন
নিজস্ব প্রতিবেদন ওলামা মাশায়েখ পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা,নির্যাতন,হত্যা ও জুলুমের প্রতিবাদে এবং ওলামা মাশায়েখ পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী ও সভাপতি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন ও মাওলানা জাকির হোসেন। তাদের বক্তব্যে তারা বলেন যে, ইহুদি,নাসারার বিষফোঁড়া ইসরাইল যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের সহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস,জুলুম, নির্যাতনের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলন্ঠিত করে দেশের আপামর জনসাধারণের জীবন বিষিয়ে তুলেছে। দেশের জনগণের উপর জুলুম নির্যাতন, হত্যা করে লক্ষ লক্ষ মানুষের জীবন বিষিয়ে তুলেছে। ইসরাইল সরকারের এসকল হীন ও ন্যক্কার জনক কর্মকাণ্ডে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। ইসরাইলের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে সকল কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষকে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।।