বিবিসি ওয়ান নিউজ
মোঃ মেহেদী হাসান সুমন ভোলা
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড জোরপূর্বক বিভিন্নরকম এর ফলফলাদি গাছ কাঁটার অভিযোগ পার্শ্ববর্তী রফিক পাটোয়ারী ও তার ছেলে আল-আমিন এর বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক ১২:৩০ মিনিট এর সময় ভুক্তভোগী ইয়ানুর বেগম স্বামী মোঃ হেলাল উদ্দিন এর নিজ বসত বাড়ির পিছনে।
তথ্য গত ভাবে জানা যায় বিগত দশ থেকে ১৫ বছর পযন্ত এই জমিটি হেলাল উদ্দিন এর দখলে, এবং সেই জমিতে বিভিন্ন রকমের গাছ গাছালী রুপন করে আসছে, হঠাৎ করে শুক্রবার আনুমানিক ১২:৩০ মিনিট এর সময়
পার্শ্ববর্তী রফিক তার ছেলে ও তার স্ত্রী এসে আমাদের সাথে কোন রকম যোগাযোগ না করে আমাদের বাগানের অনেক টাকার গাছ কর্তন করে। এবং ভুক্তভোগী ইয়ানুর বেগম গাছ কাটায় বাঁধা দিলে অভিযুক্ত রফিক ও তার ছেলে আলামিন এলোপাতাড়ি মারধর করে এবং তার গলায় থাকা সোনার চেইন ও কানের দুল চিনিয়ে নিয়ে যায় বলে জানান।
অভিযুক্ত মোঃ রফিক পাটোয়ারীর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি আমার জমি মাপের পরে আমার জমি হেলাল গঁদের ভিতরে পড়ে, তাই আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে জানাইয়া হেলাল উদ্দিন কে অনেক বার সমাধান করার চেষ্টা করে ও তাদেরকে বসাতে পাড়ি নি, তাই জমি থেকে গাছ কেটেছি, যদি আমি জমি না পাই তা হলে গাছের খতি পুরন আমি দিয়ে দিব।