বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
ভোলা সদর উপজেলা ভেদুরিয়া সমিতির হাট সংলগ্ন মোস্তফা তেলি বাড়ি, নানা বাড়ির ওয়ারিশ সূত্রে জমি পেয়ে, ওই জমি দেখাশুনা করার জন্য জান হারুন। নানা বাড়ির মামাতো ভাই জাহাঙ্গীর, মোহাম্মদ আলী, মুসলেউদ্দিন, আলমগীর। এরা ফুফাতো ভাই হারুনকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে চতুর্মুখ হামলা করেন হারুনের উপরে। ওই হামলায় হারুন সহ তিনজন আহত হয়। ঘটনা স্থানে হামলার শিকার হয়ে হারুন অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হসপিটালে ভর্তি করেন।
৩০/০৪/২৪ইং রোজ মঙ্গলবার দুপুর অনুমানিক ১২.৩০ মিনিটে ভেদুরিয়া সমিতির হাট তেলি বাড়িতে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে হারুন বলেন আমি নানা বাড়ির ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক এবং একই জমির শ্বশুরবাড়ি হিসাবে আমি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছি উভয় সূত্রের মালিক হয়েও আমি ওই জমিনের কোন পাত্তা পাচ্ছি না। দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় বিচার সালিশ হয়ে আচ্ছে কোনটাই তারা মানছে না একপর্যায়ে আমি জমি দখল না পেয়ে ভেলুমিয়া পুলিশ ফাঁড়িতে দরখাস্ত করলে সেখানে আজ মীমাংসার জন্য ৩০তারিখে বসার কথা থাকায় আমি সেখানে যাওয়ার পথে নানা বাড়ির আমার একজন সাক্ষী ছিল আমি তাকে আনতে গেলে তারা আমার উপরে অতর্কিত হামলা করে।
উক্ত বিষয়ে জাহাঙ্গীর আলম জানান আমাদের এখানে কোন প্রকারের ঝামেলা হয়নি কোন মারামারি এবং কোন কথার কাটাকাটি হয়নি। তিনি এসে আমাকে জুতা দিয়ে ২০/২৫টি বাড়ি মেরেছে কিন্তু তিনি মুরুব্বী হওয়ায়, আমরা তাকে কিছুই বলিনি তিনি আমাদের নামে মামলা দেওয়ার জন্য সদর হাসপাতালে ভর্তি হয়।