বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
মোহাম্মদ আরিফুল ইসলাম
ভোলা সদর উপজেলা ইলিশা তেমাথা ভাংতীর খাল জোর খাল অধীনস্থ এলাকা থেকে অবৈধ জাল বিভিন্ন প্রকৃতির মাছ বিশেষ অভিযানে জব্দ করেন কোস্টগার্ড।জাতীয় সম্পদও মা ইলিশ ও উৎপাদন বৃদ্ধির কারণে ২০২৪ এর সরকার ঘোষিত নিষেধাজ্ঞায় ভোলা দক্ষিণ জুন কোস্টগার্ড পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচালনা করে উক্ত অভিযানের ১০ লক্ষ মিটার জাল সহ ৪ হাজার কেজি বিভিন্ন প্রকৃতির মাছ জব্দ করেন দক্ষিণ জুন কোস্টগার্ড
২০/৩/২০২৪ ইং সকাল অনুমান ৯,৩০ মিনিট হতে রাত্র ৭ টা ৩০ মিনিটে পযন্ত প্রায়ই ১০ ঘন্টা অভিযান পরিচালনা করে জব্দ করা হয়। জব্দকৃত মাছের পরিমাণ ২০ কেজি পোয়া মাছ ৭ কেজি ইলিশ যার বাজার মূল্য ৪ কোটি ৩৫ লক্ষ ৯ হাজার ৬৫০ টাকা মাত্র।
জব্দকৃত জাল ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার রবিউল ইসলামের উপস্থিতিতে অবৈধ ঝাল পুড়ে ধ্বংস করা হয়। নানান প্রকৃতির মাছগুলো গরিব ও এতিম মিসকিনদের ভিতরে বিতরণ করা হয়।