ভোলায় ১বছর পূর্তি উপলক্ষ্যে মিলনমেলায় শীতবস্ত্র বিতরণ,ও ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

ভোলায় ১বছর পূর্তি উপলক্ষ্যে মিলনমেলায় শীতবস্ত্র বিতরণ,ও ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন

দ্বীপজেলা ভোলায় ১ বছর পূর্তি উপলক্ষ্যে অসহায় বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভোলার পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা, শাখার সভাপতিত্ব নেওয়াজ শরীফ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল খান। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবী ভোলা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত শহরের কুইন আইল্যান্ড চিকেন চাইনিজ রেস্টুরেন্টে ২১ সদস্যে বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম ওসমান গণি চৌধুরী ২১-সদস্যের কমিটি ঘোষণা করেন।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় ! কঠোরতার মাধ্যমে’ও কিন্তু তা অর্জন করা সম্ভব হয় না। তাই সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে, সে ব্যক্তিত্বহীন হিসেবে সমাজে মানুষদের মাঝে পরিচিত লাভ করে থাকে। বলে উক্ত সভাপতি নেওয়াজ শরীফ মন্তব্য করেন।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিডি নিউজ ইউরোপ ২৪ ডটকম এর জেলা প্রতিনিধি তানজিল হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভোলার বুকে অন্যতম পরিচিত মুখ এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও কল্যাণ ফাউন্ডেশন কতৃক ১ বছর পূর্তি উপলক্ষ্যে অসহায় বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। এই কার্যক্রম করেই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন  সীমাবদ্ধ থাকবে না। সামনের সকল অপরাধ মুলুক  কর্মকাণ্ডের দাঁতবাঙ্গা জবাব দিবে সংগঠন। সে সকল কার্যক্রমে জোড়ালো ভূমিকা রাখবেন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন বলে আশা বক্ত্য করেন।

আয়োজনে বাংলাদেশ আওয়ামী-লীগের ভোলা জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম শফি সংক্ষিপ্ত বলেন, অসহায় মানুষকে অবজ্ঞা করা উচিত নয়। কারণ অসহায় মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে। তাই অসহায় মানুষের পাশে, সমাজের বিত্তবান শ্রেণির মানুষগুলো তাদের সর্বোচ্চটুকু দিয়ে সমাজে অসহায় বঞ্চিত মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়ালে সমাজ থেকে কিছুটা হলেও অসহায়ের হার কমবে বলে আশা বক্ত্য করেন বাংলাদেশ আওয়ামী-লীগের ভোলা জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী-লীগের সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা মোঃ রাজিবুল ইসলাম, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা জাকির হোসাইন, আলোকিত জীবন সংগঠন ও ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি শাহাদুল ইসলাম সোহান।

এ্যাডভোকেট এমদাদুল হাওলাদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “টমাস ক্যাম্পবেল বলেছিলেন, দেশ প্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ। পরোপকারের মনোভাব নিয়ে নিজের জন্য আবশ্যক নয়, এমন কাজ করার নামই স্বেচ্ছাসেবা। স্বেচ্ছাসেবক কোনো আর্থিক বা সামাজিক স্বার্থের জন্য কাজ করে না। স্বার্থহীন মানবসেবাই এখানে মুখ্য। একজন বিশ্বাসী স্বেচ্ছাসেবকের আসল লক্ষ্য থাকে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরআন-হাদিসে স্বেচ্ছাশ্রমের ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া হয়েছে।

এ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত মানুষদের জন্য পূর্বে ও ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখা যেমন ভূমিকা রেখেছেন, আগামীতেও বেগবান করবে। সংগঠনের কার্যক্রম দেখে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ওসমান গনি চৌধুরী বলেন, তরুণদের হাত ধরে সামাজিক কার্যক্রমে উন্নয়ন রাখা সম্ভব। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সমাজ কল্যাণে তরুণ স্বেচ্ছাসেবী যোদ্ধাগণ কাঁধে কাঁধ মিলিয়ে জোড়ালো ভূমিকা রাখে। এবং  অভিভাবক দের উৎসাহ দেওয়া কিন্তু একান্তই প্রয়োজন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণ ও সমাজে অন্যায়ের প্রতিবাদস্বরূপ মানববন্ধন, আন্দোলন, সভা-সেমিনারের আয়োজন করা এবং সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ সৈনিক।

সভাপতি নেওয়াজ শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ অজিউল্লা খোকন, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মোঃ জিহাদ ইসলাম, সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মৌসুমি সুলতানা প্রেমা, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুলাহ আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক তানভীর তারেক, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, নারী বিষয়ক সম্পাদক নাইমা বেগম,  যুগ্ম বিষয়ক সম্পাদক উম্মে হাফছা, প্রচার সম্পাদক মোঃ নাইম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাচনাইন আহম্মেদ, কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মিতু রাণী মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক তামিম জোবায়ের, কার্যকরী সদস্য মোঃ এনায়েত হোসেন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা মোঃ আবির। 

এ সময় উপস্থিত ছিলেন সমাজের গণমান্য ব্যক্তি সহ সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *