
বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
ভোলা সদর উপজেলা ভেদুরিয়া পাতা ভেদুরিয়া কাচির চর হাজিরহাট ভেলুমিয়া বাঘমারা তেতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অনুমানিক ৩লক্ষ্য মিটার কারেন্ট জাল ৩৫০ কেজি ইলিশ জব্দ করেছে ভোলা দক্ষিণ জোন কোস্টগার্ড।

২৭/১০/২৩ইং শুক্রবার সকাল অনুমানিক ৭.০০ ঘটিকার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কারেন্টে জাল মা, ইলিশ মাছ জব্দ করা হয়। যার বাজারদাম অনুমানিক ১কোটি ৭৬ লক্ষ্য ২৫০০ টাকা।
মা,, ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে গত ১২ অক্টোবর হতে আগামী ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহারণ পরিবহন ক্রয় বিক্রয় মজুদ নিষিদ্ধ করা হয়েছে।
অভিযান চালিয়ে জব্দকৃত ইলিশ মাছ গরীব, ইয়াতিম, মিসকিন, এতিমখানা, লিল্লা বোর্ডিং, মাদ্রাসায়, কোস্টগার্ড এবং মৎস্য অভিসারের উপস্থিতিতে তাদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জাল এবং ইলিশ মাছ সকলের মাঝে বিলি করে দিয়ে, জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।