
বিবিসি ওয়ান নিউজ
মোঃ মেহেদী হাসান সুমন
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর সাকিনের কোড়ালিয়া জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তা মাথায় মেঘনা নদীর পাড়ে কাঁচা রাস্তার উপর হইতে ২টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ উদ্ধার করছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২৩-১-২০২৪ তারিখ রাত ৮.২০ মিনিট এর সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্স সহ অবৈধ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর সাকিনের কোড়ালিয়া জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তা মাথায় মেঘনা নদীর পাড়ে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মিরাজ খালাসী (৪০), পিতা- মোজাম্মেল খালাসী, মাতা-রিজিকা, সাং-কন্দকপুর (খালাসী বাড়ি), ০৩নং ওয়ার্ড, রাজাপুর ইউপি, ২। মোঃ আব্বাস (২৮), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা- মানিকজান, সাং-গঙ্গাকৃত্তি (নাছির মাঝি) ০৬নং ওয়ার্ড, ধনিয়া ইউপি, ৩। মোঃ রুবেল বেপারী (২৮), পিতা- মোঃ শফিক বেপারী, মাতা- ফিরোজা বেগম, সাং-চরমনোষা, ০৬নং ওয়ার্ড (বেপারী বাড়ি), রাজাপুর ইউপি, সর্ব থানা ও জেলা-ভোলাদেরকে ২টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ সহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।