বিএনপির মহাসমাবেশকে ঘিরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে পরিকল্পিতভাবে আগুনসন্ত্রাসী বানানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে নয়ন কোথায় আগুন দিয়েছেন, ভিডিওসহ তার প্রমাণ দিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
বিএনপি নেতা রিজভী বলেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিবকে নিয়ে কত নাটকই না করছে এই সরকার! তার ফুটেজ ভাইরাল হচ্ছে, সব কিছু হচ্ছে। তার গায়ে একটা ড্রেস ছিল, সেটাতে প্রেস লেখা ছিল। অজস্র গোলাগুলি হচ্ছে, স্প্রিন্টারে অসংখ্য মানুষ আহত হচ্ছে, কান্নাকাটি করছে। সেক্ষেত্রে রবিউল ইসলাম নয়ন হয়তো কোনো সাংবাদিক বন্ধুর কাছ থেকে ড্রেসটা নিয়েছেন স্প্রিন্টার থেকে বাঁচার জন্য।
তিনি আরও বলেন, কিন্তু নয়ন কোথাও আগুন দিচ্ছেন বা ঘটনা ঘটাচ্ছেন, সেটার তো আমরা কোনো ভিডিও দেখলাম না। কোথাও দেখলাম না, সে নিজে কোথাও আগুন দিচ্ছেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। আপনারা একটা পরিকল্পিত নাটক সাজিয়ে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু এ দেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবেও সবাই জেনে গেছে, এই সরকার জোর করে সুষ্ঠু ভোটকে পদদলিত করছে, নির্বাচনকে পদদলিত করেছে, জনগণকে শত্রুপক্ষ বানিয়ে জনগণকে বোঝা বানানোর প্রচেষ্টায় আজকে জোর করে ক্ষমতায় রয়েছেন। এটা সারা বিশ্বের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে। তাই মিথ্যাচার করে, নাটক সাজিয়ে, ভিডিও বানিয়ে লাভ হবে না। সত্যিকার ভিডিও মানুষের হাতে হাতে আছে, সেটা সবাই দেখছে, সবাই পড়ছে।হাইকোটের ঈদগাহে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, হাইকোর্টের জাতীয় ঈদগাহ মাঠের মধ্যে একটি গাড়ি নিয়ে গিয়ে ছাত্রলীগ-যুবলীগের উপস্থিতিতে ড্রাইভার সিটে আগুন লাগাল। হাতে-নাতে তো ধরা পড়ল।