লাকসামে কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদক, আজ মঙ্গলবার দিনব্যাপী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লাকসাম উপজেলার আয়োজনে ২০২৩_ ২৪ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ, সার্টিফিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: কৃষিবিদ মো: সরোয়ার জামান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।
কৃষিবিদ আল মামুন রাসেল, অতিরিক্ত উপপরিচালক, ডিএই, কুমিল্লা। কৃষিবিদ মোঃ আল-আমিন, উপজেলা কৃষি অফিসার, লাকসাম, কুমিল্লা।

দিনব্যাপী “কৃষক GAP সার্টিফিকেশন” বিষয়ক কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষক কৃষাণীদের খোরপোষ কৃষি থেকে বেড়িয়ে এসে উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরন করে কৃষি কাজ করার আহবান জানান। বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ আছে যারা বিভিন্ন সুপার সপ থেকে শাক-সবজি ও ফল ক্রয় করে থাকে। তারা নিরাপদ খাবার ক্রয়ের জন্য উচ্চ মূল্য পরিশোধ করতে আগ্রহী। উপজেলা কৃষি অফিসার কৃষকদের “উত্তম কৃষি চর্চা” এর মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করে সুপার সপের ক্রেতার চাহিদা পুরনের আহবান জানান। তাতে একদিকে যেমন নিরাপদ ফসল উৎপাদিত হবে, অন্যদিকে কৃষকরাও উচ্চমূল্য পেয়ে লাভবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *