শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিবিসি ওয়ান নিউজ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন সর্বাধিক সিনেমা। নায়কের সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়ে দিন কাটছে অপুর। মাতৃত্বকালীন বিরতি শেষে শোবিজ অঙ্গনে ফিরলেও সিনেমায় খুব একটা চোখে পড়ে না তাঁকে। এর মধ্যে কয়েকটি কাজ হলেও আলোচনায় আসতে পারেননি নায়িকা। যদিও সিনেমা ছাড়াও তুমুল ব্যস্ত এই নায়িকা। ব্র্যান্ডিং-প্রোমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো এবং সন্তান জয়কে নিয়েই সময় কেটে যাচ্ছে অপুর। পাশাপাশি শাকিব প্রসঙ্গ নিয়েও আলোচনায় থাকেন নায়িকা।

এই বছরই শাকিব খানের বিয়ে হচ্ছে, আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন, ‘উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাঁদের বন্ধুত্বের কথাবার্তা। এ কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই।’

বাংলাদেশ দল জিতলে বা হারলে কেমন লাগে, সেই অনুভূতির কথাও অভিনয় করে প্রকাশ করেন অভিনেত্রী। বলেন, ‘একটা সময়ে পুরো পরিবার নিয়ে খেলা দেখা হতো। মাশরাফি ভাইকে খুব পছন্দ করতাম। তাঁর ইনজুরিতে চিন্তায় পড়ে যেতাম সবাই। এমনকি আউটডোর শুটিংয়ে গিয়েও অনেকে মিলে ক্রিকেট খেলতাম।’

আরেকটি গণমাধ্যমে দেওয়া এটি সাক্ষাৎকারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও জানালেন নায়িকা। অভিনেত্রী বলেন, এই ঈদে তাঁর ভক্তদের জন্য আছে বিশেষ উপহার। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গী হবেন চলচ্চিত্রের তারকারাও। যদিও কারা কারা থাকছেন, সেটি এখনই বলে দিতে চাইছেন না নায়িকা। দু-এক দিনের মধ্যেই শুরু হবে। চ্যানেলটি ঘিরে বড় পরিকল্পনাও আছে নায়িকার।
গত বছর ওয়েব সিরিজ ‘ছায়াবাজি’তে দেখা গিয়েছিল অপুকে। এরপর আর কোনো ছবি বা সিরিজে দেখা যায়নি কেন, এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *