বিবিসি ওয়ান নিউজ
আরিফুল ইসলাম
চৌদ্দ-আঠারোর মতো আর কোন প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না"জামায়াত।
৩ ডিসেম্বর (রবিবার) ভোর ৬টা থেকে ৫ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত অবরোধের সমার্থনে বিক্ষোভ-মিছিল করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।
অবরোধ চলাকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে দেশের নাগরিকদেরকে ভোট দিতে দেয়নি, ২০১৮ সালের প্রহসনের নির্বাচনেও আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এরই ধারাবাহিকতায় এবারো তারা নীল-নকশার তফসিল ঘোষণা করে মূলত বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। তবে গণতন্ত্রকামী সংগ্রামী জনতা এবার সরকারের বিনাভোটে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন পূরণ হতে দিবে না।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরা সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা, অধ্যাপক জিয়াউল মোরশেদ চৌধুরী এবং উপজেলা আমীর মাও কামাল হোসেন পৌর সেক্রেটারি রুহুল আমিন,ইসমাইল হোসেন মনির আঃগাফ্ফার সহ জামায়াত এবং শিবিরের ৩শতাধিক নেতাকর্মীগনসহ প্রমুখ।
তারা বলেন,জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি করেন।
অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবে
মিছিলটি শহরের "বাংলা স্কুল মোড়"থেকে শুরু হয়ে মূল-সদর প্রদক্ষিণ করে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।