বিবিসি ওয়ান নিউজ
প্রতিবেদক : মোঃ তামিম হোসেন
গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভোলার সদর বাংলা স্কুল মোড় চুইজাল রেস্টুরেন্ট এ ভোলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
১) সভাপতি : মো:রাহা দুল ইসলাম সোহান
৩)সহ সভাপতি :মো:নুরে আলম
৬)সাধারন সম্পাদক : মো:আবদুল্লাহ আল মামুন
৮) যুগ্ন সাধারন সম্পাদক :মো:সানজিদুল ইসলাম রাকিব
৯)সাংগঠনিক সম্পাদক: মো:আবদুল আলিম শুভ
১১) অর্থ সম্পাদক : মানসএর আহম্মেদ
১৫)প্রচার সম্পাদক: মো: তামিম
ধর্ম বিসায়ক সম্পাদক : হাসিবুল ইসলাম আবির
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীলরা এবং সদস্যবৃন্দ
এ সময় সংগঠনের সভাপতি রাহাদুল ইসলাম বলেন আমরা এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং রক্ত দিয়ে মানুষকে সাহায্য করবো
উপস্থিত সকল সদস্যের বক্তব্য শুনে একটা জিনিস পরিষ্কার আলোকিত জীবন সংগঠনের মাধ্যমে যে বা যারাই ব্লাড দিয়েছেন সকলেই ধন্যবাদ জানিয়েছেন ভোলা শাখার সভাপতি রাহাদুল ইসলাম সোহান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে তাদের পরিশ্রম দেখে সবাই মুগ্ধ।