
বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
ভোলা জেলা প্রতিনিধি হিসেবে ই টেন টিভিতে গত ৩০/০৯/২৪ইং তারিখে রোজ সোমবার ৩:৪৫ মিনিটে মোঃ আরিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
গত সোমবার ই টেন টিভির রামপুরা বিটিভি সেন্টারের সংলগ্ন ৪র্থ তালা 4th Floor, MG Tower, 389/B DIT Rd, Dhaka 1219 হেড অফিস থেকে নিয়োগপত্র আইডি কার্ড ফিতা লগু ইস্টিকার যাবতীয় সকল কাগজপত্র প্রধান করা হয়।
এটিএন টিভিতে নিয়োগ পাওয়া মোঃ আরিফুল ইসলামের ফিতা ও কাঠ অফিসের সিনিয়র কর্মকর্তা জয় রাফি গলায় পরিয়ে দেন। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন নিউজ এডিটর সোহেল এবং রিপোর্টার মোঃ দাউদ ইব্রাহিম।
মোঃআরিফুল ইসলাম হলেন ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক বরিশাল ক্রাইম ভোলা জেলা প্রতিনিধি।
দৈনিক ভোলার টাইমস পত্রিকার এস্টাফ রিপোর্টার, জনপ্রিয় অনলাইন পত্রিকা বিবিসি ওয়ান নিউজ এর সম্পাদক ও প্রকাশক, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের ভোলা কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান
আরো অন্যান্য সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন পর্যন্ত সামাজিক কাজ করে যাচ্ছে তিনি।