
বিবিসি ওয়ান নিউজ
ভোলা প্রতিনিধি।।
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনে পরবর্তী সহিংসতা হিসেবে প্রতিপক্ষের উপর হামলা চালানো হয়েছে। এতে দুই ভাই ও ছেলেসহ ৩জন আহত হয়েছে।
সোমবার (১০ জুন) সন্ধ্যায় সদর উপজেলার নাছির মাঝি নামক এলাকার মিলবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাবুল পাটোওয়ারী জানায়, সদ্য সমাপ্ত হওয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ও তার পরিবারের সদস্যরা মটরসাইকেল মার্কার প্রচার প্রচারনা করিত। তাদের লোকজন মটরসাইকেল মার্কার পক্ষে কাজ করায় একই এলাকায় বসবাসরত
মোঃ শফিক মাঝি, মোঃ জাকির পাটোয়ারী, মোঃ ইয়াসিন, মোঃ সোহাগ, মোঃ কালু, মোঃ লিটন, মোঃ ইসমাইল, মোঃ মনির, মোঃ আল আমিনসহ কিছু লোকজন তাদের উপর ক্ষিপ্ত থাকে এবং তাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়া আসিত। পরবর্তীতে মটরসাইকেল মার্কা বিজয় হওয়ায় উল্লেখিতরা তাদের উপর আরো ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন ভাবে হয়রানী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। উল্লেখিতরা প্রায় সময় তাদের লোকজনদেরকে অপমান অপদস্ত করাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়া আসিত। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সন্ধ্যায় তাহার ছেলে হাসিব তাহার ব্যবহ্নত মটরসাইকেলটি নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মিল বাজার সংলগ্ন বেরী বাধের উপর গেলে উল্লেখিতরা
পূর্ব পরিকল্পিত ভাবে একত্রিত হইয়া আমার ছেলে হাসিবের মটরসাইকেল থামাইয়া পথরোধ করে এবং পূর্ব বিরোধের জের ধরে তাকে এলোপাথারীভাবে কিল ঘুসি মারে।
উক্ত ঘটনার বিষয়টি আমার ভাই মোঃ ইসমাইল ও আমি জানতে পেরে ঘটনাস্থলে আসলে উল্লেখিতরা আমাদেরকেও লাঠি ও দা ধারা এলোপাথারী ভাবে মারধর ও কোপ দেয়। এতে আমরা গুরুতর জখম হই। এসময় হামলাকারীরা আমার সাথে থাকা গরু বিক্রয়ের নগদ দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এবং আমার ছোট ভাইয়ের পরিহিত লুঙ্গির কোচরে থাকা নগদ পয়ত্রিশ হাজার টাকা ও তার ব্যবহৃত মটরসাইকেলটি নিয়া জাকির পাটোয়ারী ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে তাদের ডাকচিৎকারে
স্থানীয়রা আগাইয়া আসিলে উল্লেখিতরা প্রকাশ্যে প্রান নাশের হুমকি ও ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।