খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারের: সৈয়দ এমরান সালেহ

খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারের: সৈয়দ এমরান সালেহ

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর বিদেশে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন হলেও প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়ার জীবনের কোনো ক্ষতি হলে এ দায় সরকারের।

আজ রোববার বিকেলে ময়মনসিংহ নগরের হরি কিশোর রায় সড়কে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সৈয়দ এমরান সালেহ বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকতে ২০১৪ ও ২০১৮ সালে একতরফা নির্বাচন করেছে। সরকার দেশকে অন্ধকারের দিকে ধাবিত করেছে। আবার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। তবে এবার ১৪ বা ১৮ সালের মতো নির্বাচন মেনে নেওয়া হবে না। বিদেশি শক্তিগুলোও বাংলাদেশের এমন একতরফা নির্বাচনের বিরুদ্ধে। দুই বছর আগে যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। দুই বছর পর ভিসা নীতি ঘোষণা করেছে। শেখ হাসিনা যখন আমেরিকায়, তখনই ভিসা নীতি কার্যকর করা হচ্ছে।’

এমরান সালেহ আরও বলেন, ‘আমেরিকার ভিসা নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আমার ছেলের সম্পদও যদি বাজেয়াপ্ত করে, তাতেও আমার কিছু যায় আসে না।” আমরা জানতে চাই, আমেরিকা কি প্রধানমন্ত্রীর ছেলের ওপরও ভিসানীতি দিয়েছে?’ তিনি বলেন, আগামী ১ অক্টোবর ময়মনসিংহে রোডমার্চ অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিন |
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতউল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানসহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *