
বিবিসি ওয়ান নিউজ
আরিফুল ইসলাম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এখন ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পূর্বভাস রয়েছে।
সময় যত যাচ্ছে ঘূর্ণিঝড়ের শক্তি আরো দ্বিগুণ আকার ধারণ করে এগিয়ে আচ্ছে উপকূলীয় এলাকায়।
ঘূর্ণিঝড়ের সচেতনতায় সতর্ককরণ লিফলেট বিতরণ হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন দক্ষিণ জোন কোস্টগার্ড।

আজ ২৫/০৫/২৪ইং রোজ শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ জোন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা, এইচ, এম, এম, হারুন অর রশিদ জানান।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস রয়েছে।
এইরূপ প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় অঞ্চল মেঘনার তীরে জনগণ মৎস্যজীবী নৌওযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনায় রয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা উপকূলীয় বিচ্ছিন্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের ষ্টেশন এবং আউট পোস্ট সমূহ মাইকিং ও লিফলেট বিতরণ করছে।
ঘূর্ণিঝড়ের বিপদজনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেন্টার স্টেশনে, সকলকে আশ্রয় গ্রহণের জন্য সচেতন করা হচ্ছে।