চন্দ্রপ্রসাদ কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ২০২৪ শিক্ষাবর্ষের বই বিতরন উদ্বোধন

চন্দ্রপ্রসাদ কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ২০২৪ শিক্ষাবর্ষের বই বিতরন উদ্বোধন

বিবিসি ওয়ান নিউজ

মোঃ মেহেদী হাসান( সুমন)

২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধন করেছেন গতকাল ৩১ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চন্দ্রপ্রসাদ কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন। বই বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবদুল সালাম মাস্টার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনুল হোসেন জুয়েল সভাপতিত্বে নতুন ভর্ত্তি হওয়া ছাত্রীসহ প্রায় ১৩০০ জন ছাত্রীদের বই বিতরন করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ম্যানেজিং কমিটি, সদস্য ই পি সদস্য হারুন মোল্লা খোকন সিদ্দিকুর রহমান হাবিব আকনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা সংবাদিক মোঃ মেহেদী হাসান( সুমন) আরিফুল ইসলাম( আরিফ) কামাল ইউসুফ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাবকবৃন্দ।

পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হয়েছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। ১লা জানুয়ারী সোমবার বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *