
বিবিসি ওয়ান নিউজ
চরফ্যাশন প্রতিনিধি
ভোলা চরফ্যাশন উপজেলা শশীভুষন থানাধীন হাজারীগন্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন সিকদারের বকেয়া বিল আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুত সমিতির ২ কর্মী।
জানাযায় গত ১৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় চরফ্যাশন জোনাল অফিসের নির্দেশনায় হাজারীগন্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন সিকদারের বাসায় ৫ মাসের বকেয়া বিল আনতে যায় বিদ্যুৎ কর্মীরা,এসময় শাহিন সিকদার বকেয়া বিল দিতে রাজি না হওয়ায়,বিদ্যুৎতের নাইন কাটতে গেলেই শাহিন সিকদার ও তার দলফল নিয়ে বিদ্যুৎ কর্মীদের উপর হামলা ও বেধড়ক মারধর করেন,এতে ২ জন বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়,পরে স্থানীয় লোকজন পুলিশ হেল্প লাইন ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।
এবিষয়ে ছাত্রলীগ সভাপতি শাহিন সিকদার বলেন পল্লী বিদ্যুৎত কর্মীরা নাইন কাটতে আসলে তাদের নাইন না কাটার জন্য অনুরোধ করেছি,মারধরের ঘটনা সঠিক নয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুত সমিতির চরফ্যাশন জোনাল অফিসের ডিজিএম মোঃ মিজানুর রহমান বলেন,এঘটনা নিন্দনীয় আমরা সুস্থ বিচারের জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
শশীভুষন থানার অফিসার ইন চার্জ এম এনামুল হক জানান,পুলিশ হেডকোয়ার্টারে ফোন পেয়ে আমরা পল্লী বিদ্যুত সমিতির দুই কর্মীকে উদ্ধার করেছি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।