
আরিফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
ভোলা দৌলত খান উপজেলা দক্ষিণ জয়নগর ৮ নং ওয়ার্ড ঘোষ বাড়ির মৃত্যু আব্দুল কাদের ঘোষের ছেলে কবির ঘোষ তারই ভাই বোনের জমি জবরদখল করে, দীর্ঘদিন ধরে আছেন। ভাই বোনের জমি দখল করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি এবং ভয় ভীতি দিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। এমনকি তারই আপন ছোট ভাই কামাল হোসেন ওই জমি দখল করতে গেলে তাকে মারার উদ্দেশ্যে তার গলায় চুরি ধরেন।
কামাল হোসেন ভাইয়ের বিরুদ্ধে স্থানীয়ভাবে কয়েকবার শালিশ বসালেও তা মানেননি কবির হোসেন ঘোষ।
পরবর্তীতে তিনি এই জমি নিয়ে আদালতের মামলা দায়ের করেন।
গত ২৯ শে জানুয়ারি রোজ বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে আদালতের নিষেধাজ্ঞা নোটিশ নিয়ে দৌলতখান থানার কর্মরত পুলিশ তাদের বাসায় আসেন, উবাইকে ডেকে শান্ত থাকার জন্য বলেন, এবং জমি যে অবস্থায় আছে সবাইকে ওই অবস্থায় থাকার জন্য আদেশ করেন এবং ওই জমির কোন প্রকারের রূপ পরিবর্তন না করারও নির্দেশ দেন তারা। তারা নোটিশ দিয়ে আসার পরপরই কবির হোসেন তার পাঁচতলা বিশিষ্ট বাড়ির নির্মাণের কাজ শুরু করেন।
স্থানিয়ো সূত্রে জানা যায় এই কবির হোসেন কোন আইন কোন বিচার ব্যবস্থা কিছুই মানেন না বলে জানা গেছে। একাধিক অপরাধের ঘটনাও আছে তার। বিভিন্ন মহিলাদেরকে নির্যাতন মিথ্যা মামলা বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শনও করেন স্থানীয় পার্শ্ববর্তী লোকদেরকে।
ভুক্তভোগী কামাল হোসেন বলেন, কবির হোসেন আমার বড় ভাই আমাদের ভাই বোনদের জমি জোরজদস্তি করে, তাদেরকে ভয় প্রদর্শন করেন তাদের জমি জবরদখল করেন।
আমি আমার বাবা রেখে যাওয়া ওই জমি দখল করতে আসলে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ভাই কবির হোসেন তার স্ত্রী মেয়ে এবং ছেলে মিলে আমার গলায় ছুরি ধরেন। আমাদেরকে লালন পালন করে বড় করেছেন, সেই সুবাদে কেন আমরা এই জমি দাবী করব। আমি যদি ওই জমির কাছে যাই আমাকে মেরে মাটির ভিতরে পুতে রাখবে আমার ভাই। আমি সর্বশেষ আদালতে মামলা করি এবং ওই জমি জবরদখল বন্দর নিষেধাজ্ঞা জারি করেন নিষেধাজ্ঞার নোটিশ দিয়ে যাওয়ার পরপরই আবারো ওই জমিতে ঘর নির্মাণ করেন তিনি। আমরা এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
অভিযুক্ত কবির হোসেন বলেন আমি কারো জমি দখল করিনি এবং কারো জমিতে ঘরনির্মাণ করিনি। আমি আমার জমিতে ঘর নির্মাণ করছি, আমি ওদেরকে ছোট থেকে বড় করেছি ওরা এখন আমার জমি ওদের বলে দাবী করছে। যেকোনো কর্মে হোক আমি আমার ঘরের কাজ করবোই এতে কেউ আমাকে ঠেকাতে পারবেনা।