
বিবিসি ওয়ার নিউজ
নিজস্ব প্রতিবেদন
জায়গা জমিকে কেন্দ্র করে পরিকল্পিত বাড়ি ঘরে হামলা, মা বোনদের উপরে নির্যাতন, থানায় অভিযোগ করেন বলে জানা যায়।
ভোলা সদর উপজেলা বাপ্তা ২নং ওয়ার্ড করিম উদ্দিন সদ্দার বাড়ি, গত ৩১/১০/ ২০২৩ইং রোজ বুধবার অনুমানিক ৭:৩০ মিনিটে, নিজ বাড়ির দরজায় ফারুক শিকদারের দোকানের সামনে, স্বপরিকল্পিত সিনেমার স্টাইলে হারুনের উপরে অতর্কিত হামলা চালান বলে জানা যায়।
হারুন বলেন দীর্ঘদিন পর্যন্ত জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। এই জমি ক্রয় সূত্রে মালিক হয়ে আমি ঘর নির্মাণ করেছি। এই পর্যন্ত নিয়মিত আমাকে বাধা প্রদান করছে। বিভিন্ন ভয়-ভীতি মামলা হামলা করে আমাকে হুমকি দেন এবং এই জমি ছেড়ে চলে যেতে বলেন। ছেড়ে না যাওয়ার কারণে গত ৩১ তারিখে সকালবেলা বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা করি। পূর্ব পরিকল্পিতভাবে দরজার সামনে উৎপেতে বসে থাকা আলমগীর গং দেশীয় অস্ত্র, দা, বটি, লাটি সোটা নিয়ে, আমার উপরে অতর্কিত হামলা করেন। এই বিষয়ে স্থানীয় মেম্বার এর কাছে গেলে স্থানীয় মেম্বার আমাদেরকে চুপচাপ থাকার কথা বলেন এবং ইতিমধ্যে আলমগির গং তড়িঘড়ি করে থানায় একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে আমার বৃদ্ধ বাবাকে থানায় নিয়ে যায়। উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে আমি সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আলমগীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে বাড়িঘরে এবং ফোনে ও পাওয়া যায়নি। আলমগীরের স্ত্রী বলেন হারুন আমাদের যাতায়াতে রাস্তা বন্ধ করে ফেলেছে।
উক্ত বিষয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বললে জানা যায়, তারা বলেন ওই দিনের হামলাটি একটি সিনেমা স্টাইলে হামলা হয়েছে। নারী পুরুষ এবং দা,বটি, লাঠি সোটা নিয়ে, হারুনের উপরে পূর্বপরিকল্পিত ভাবে হামলাটি করা হয়েছে এবং এটি খুব নিন্দনীয় বিষয়।
এই বিষয়ে স্থানীয় মেম্বারের এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে স্থানীয় মেম্বারকে মোঠো ফোন পাওয়া যায়নি।