জেলের জালে ধরা পড়ল ৪৪ কেজির পদ্মার বাঘাইড়

জেলের জালে ধরা পড়ল ৪৪ কেজির পদ্মার বাঘাইড়

পদ্মায় জেলের জালে ধরা পড়লো বিশাল আকৃতির একটি বাঘাইড়। মাছটির ওজন ৪৪ কেজি। এটি বিক্রি হয়েছে ৫৭ হাজার ২০০ টাকায়।

বুধবার ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেলে মাছটি ধরেন শ্যামল দত্তসহ অন্যরা। মাছটি সকালে দৌলতদিয়া বাজার দুলাল চালাকের মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী নুরু ও আজগর। 

এ সময় বিশাল মাছটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেন তারা। 

এ বিষয়ে রাজবাড়ী জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব জানান, বাঘাইড় মাছ ধরা বা সংরক্ষণ করা মৎস্য আইনে অপরাধ। এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পড়ে। বাঘাইড় মাছ সংরক্ষণ বা পরিবহণ করলে এক বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *