পাঁচটি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করেন পুলিশ

পাঁচটি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করেন পুলিশ

বিবিসি ওয়ান নিউজ

আরিফুল ইসলাম
ভোলা জেলা প্রতিনিধি //

ভোলায় ৫টি চোরাই মটরসাইকেল সহ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ০৩ জন আসামী গ্রেফতার করেন ভোলা সদর মডেল থানার একটি চৌকশ টিম।

গত ২০/০৫/২০২৫ ইং তারিখ রাত্র অনুমান ৮ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন এলাকায় এসআই (নিঃ)/ইসমাইল হোসেন, এসআই/সিদ্দিকুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ জয়েন পেট্রোল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন ব্যাংকেরহাট বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ০৫টি চোরাইকৃত মটরসাইকেল উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ শুভ (দিগন্ত) (২৩), পিতা-ভবেশ চন্দ্র সোম, মাতা-মনিকা রানী দে, সাং- ছোট মানিকা, ওয়ার্ড নং-০৪,, থানা-বোরহানউদ্দিন, ২। মোঃ ওয়াসিম (২১), পিতা-আবুল কালাম, মাতা-নাসিমা খাতুন, সাং-হালুয়াঘাট, ময়মনসিং, এ/পি-শুক্রাবাদ, ওয়ার্ড নং-১৭, ধানমন্ডি, ডিএমপি ঢাকা, ৩। মোঃ শাকিল (৩০), পিতা-মোঃ মিজানুর রহমান, মাতা-মোসাঃ শাহিনা আক্তার, সাং-দক্ষিণ দিঘলদী, ওয়ার্ড নং-০৫, থানা ও জেলা-ভোলাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা আন্ত:জেলা মটরসাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য। তারা সকলে চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করিয়া থাকে। গ্রেফতারকৃত আসামীদের সহযোগী অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *