
বিবিসি ওয়ান নিউজ
ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকায় চরমনসা ট্যান্সপোট ব্যাবসায়ী কে ইলিশা বাজার একা পেয়ে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠে।
ভুক্তভোগী মোঃ মিন্টু আলোম সাংবাদিক কে জানান আমি একজন ট্যান্সপোট ব্যাবসায়ী আমি আমার ফ্যমিলির অভিবাবক বটে, কিছু দিন হলো মোঃ দিদার রুদ্রের হাট আমার বোনের বাড়ির ভিতরে ডুকে মাদক বিক্রি করে তখন আমার বোন ও তার স্বামী মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাদেরকে মারধর করে, আমার ছেলে মারধরের বিষয়ে জানতে পেরে ঘটনা স্থানে গেলে মোঃ খালেক এর নেতৃত্বে তাঁকে এলোপাতাড়ি মারধর করে, আমি বিষয়টি জানতে চাইলে দিদার খালেক জিহাদ কিরন সহ অগ্যাত ৫ থেকে ৬ জন মিলে আমাকে ইলিশা বাজারে এলোপাতাড়ি মারধর করে আমার সাথে থাকা টাকা পয়সা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এর পরে আমি মাটিতে পরে গেলে রুবেল আমাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে, আমি এ বিষয় ভোলা সদর মডেল থানায় একটি মামলা করি,মামলা করার পরে ২ নাম্বার আসামি মোঃ খালেক কে আটক করে পুলিশ।
অভিযুক্ত মোঃ খালেক গংদের সাথে যোগাযোগ করলে তারা জানান আসলে আগে দিদার কে মারধর করে, পরে দিদার ক্ষীপ্ত হয়ে মারধর করে। এ বিষয় সমাধান হওয়ার কথা হয়েছে, এবং চিকিৎসার খরচ আমরা দিয়েছি।সুস্থ হলে বসে সমাধান করব।
বাদী মোঃ মিন্টু (৫৫) পিতা মৃত সামছুদ্দিন
সাং চরমনসা ৬ নং ওয়াড ১,৭০ হাজার টাকা টাচ ফোন
সাক্ষী ১/ রুবেল পূর্ব ইলিশা বাড়ি
সময় ৩:৩০ মিনিট
বিবাদী ১/ দিদার ২/ খালেক ৩/ সোহাগ ৪/ জিহাদ ৫/ কিরন অগ্যত ৫/৬