পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে পানের বরজ কর্তন
ভোলা প্রতিনিধ
ভোলা সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নে বানিয়ারচর এলাকা পূর্ব শত্রুতা জের ধরে রাতের আঁধারে পানের বরজ কর্তন, লক্ষাদিক টাকা ক্ষয়ক্ষতি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পানের বরজ মালিক মোঃহারুন২/ আলী হোসেন মনির মনির চৌকিদার শাহ আলম করাতি সাগর জসিম ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের অন্ধকারে বলে জানা যায়।
তথ্যসূত্রে জানা যায় বিগত কয়েক বছর ধরে জমি জমা নিয়ে দুই গ্রুপের ভিতরে মামলা হামলা চলে আসছে বলে জানা যায়। এর ওই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আবু তার সহযোগী জামাল বাবুল আজিজুল পানে বরজ মালিকদের কে বাজারে হুমকি দেন বলে জানান পান ব্যবসায়ী আলী হোসেন তিনি সাংবাদিকদেরকে আরো জানান।আমরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে বিভিন্ন লোন করে এই পানের বরজ খানা করি।আমাদের সব সেস হয়ে গেছে।