
বিবিসি ওয়ান নিউজ
মোঃ মেহেদী হাসান (সুমন)
ভোলা সদর উপজেলার চরসামাইয়া পূর্ব শত্রুতা জের ধরে রাতে আঁধারে শত্রু পক্ষ ঘরে আগুন লাগিয়ে দিলেন বলে জানান ভুক্তভোগী মোঃ তছির আহম্মেদ।
তার ঘরে থাকা নগদ টাকা সহ বিভিন্ন আসবাবপত্র খয় খতি হয়, এতে খয় খতির পরিমাণ আনুমানিক ১,৫০০০০/- টাকা বলে জানান অসহায় তছির আহম্মেদ,
তিনি কান্না জর্জরিত কন্ঠে বলেন আমার শেষ সম্বল টুকু যা ছিল তা ও আবার পুরে চাই হয়ে গেল,
শত্রু পক্ষ কালাম এর ছেলে পাসের এলাকা থেকে ভাড়াটিয়া মাস্তান এনে ঘরে তালা মারে এবং আমাকে হুমকি দেয়, তাঁরাতারি ঘর ভাংচুর করে নিতে হবে, তা না হলে আমরা কি করে সরাতে হবে তা দেখব।

আমি এর আইনগত ব্যবস্থা চাই আমি স্থানীয় মেম্বার চেয়ারম্যান কে বিষয়টি জানাবো, আমি আমার ক্ষতি পূরণ চাই।
এ বিষয় স্থানীয় মেম্বার মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি যানান, আমি আগুন লাগার বিষয়টি শুনে সাথে সাথে চলে আসি বিষয়টি ভালো মত খবর নিয়ে ফয়সালা করার চেস্টা করব।
এ বিষয় অভিযুক্ত কালাম গংদের সাথে যোগাযোগ করলে তিনি যানান আমরা এ বিষয় কিছু যানি না।