বরিশালে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বুধবার (১ নভেম্বর) সকাল ৭টায় নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোডে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুসফিকুল হাসান মাসুম জানান, অবরোধ সফলে দক্ষিণ বিএনপি ও মহানগর বিএনপির কর্মীরা সিঅ্যান্ডবি সড়কে অবস্থান নেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিঅ্যান্ডবি ১ নম্বর পোল থেকে তাদের ঘিরে ফেলে। সেখান থেকে আটক করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন, যুবদলের নেতা রেজাউর রহমান কিরন ও সাকলাইন মোস্তাককে।মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন বলেন, মহানগর বিএনপি সিঅ্যান্ডবি রোডের তাওয়া রেস্তোরাঁ থেকে মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আনিচ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সামশুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইকু, শ্রমিক দলের নেতা মো. আসলাম, অ্যাঞ্জেলসহ কমপক্ষে ১১ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *