
দুই দিন পরই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার কথা পাকিস্তান দলের। কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি বাবর আজম-শাহিন আফ্রিদিরা। এ কারণে কেন্দ্রীয় চুক্তি করা ছাড়াই পাকিস্তানের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে যাওয়ার সম্ভাবনা আরও বেড়েছে।
ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট পাকিস্তান ক্রিকেটের খবর অনুযায়ী চার মাস ধরে পাকিস্তানের ক্রিকেটাররা পিসিবি থেকে প্রতিশ্রুত অর্থ বা ম্যাচ ফি বাবদ কিছু পাচ্ছেন না। এ পরিস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য বড় এক চ্যালেঞ্জ। তাঁদের আর্থিক সংকটে পড়াটাই স্বাভাবিক। কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটাররা নীরবেই প্রতিবাদ করে এসেছেন।