বিশ্ব মানের জনসম্পদ ও দক্ষ নাগরিক তৈরীতে ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা বদ্ধ পরিকর

বিশ্ব মানের জনসম্পদ ও দক্ষ নাগরিক তৈরীতে ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা বদ্ধ পরিকর

বিবিসি ওয়ান নিউজ

ভোলা প্রতিনিধি
মোঃ আঃ রহমান ( হেলাল)

ভোলা সদর উপজেলার প্রাণকেন্দ্র ওয়েস্টার্ন পাড়ায় অবস্থিত জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে সুপ্ত প্রতিভার বিকাশ এই স্লোগানে প্রতিষ্ঠিত ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ভর্তি পরীক্ষা ২০২৫ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট রহমাতুল্লাহ সেলিম এ কথা বলেন।
১৫ নভেম্বর শুক্রবার ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ভর্তি পরীক্ষা ২০২৫ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা ২০২৫ এবং অভিভাবক সমাবেশ উপলক্ষে মাদ্রাসাটিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়, আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল নয়টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশের অনুষ্ঠান শুরু হয় এরপর প্রতিষ্ঠান প্রধানের স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রিন্সিপাল মাওঃ আহম্মদ জুবায়ের। বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব, এ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাওঃ মাকসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক সমাজসেবক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল স্যার
তিনি বলেন- আপনি বেচে থাকাকালিন আপনার সন্তান কে আদর্শ মানুষ ও সু নাগরিক তৈরীতে ভূমিকা রাখুন। সন্তানের মোবাইল ও সোসাল মিডিয়া আসক্তি হতে দূরে রাখুন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন
এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওঃ তানভির আহমাদ,আবাসিক ইনচার্জ মাওঃআহম্মদ উল্লাহ ও সংস্কৃতি শিক্ষক মোঃআজহারুল ইসলাম সোয়াইব বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রত্যাশী ও অধ্যায়নরত শিক্ষার্থীগনের অভিভাবক বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *