ভূমিকম্পের কারণ নিয়ে যা বলেছেন ওমর রা.

ভূমিকম্পের কারণ নিয়ে যা বলেছেন ওমর রা.

যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ হয় কিংবা ঝোড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তাওবা করা। তাঁর কাছে নিরাপত্তার জন্য দোয়া করা। মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’ (সূরা আল-মুলক, আয়াত, ১৬)

ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর সময় মদীনায় একবার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর খলিফা উমর একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন— “হে লোকজন! এই ভূমিকম্পের কারণ হলো তোমাদের পাপ। তোমরা এমন কিছু পাপ করছো, যার ফলে ভূমি কেঁপে ওঠছে। আল্লাহর কসম করে বলছি, আবার যদি ভূমিকম্প হয়, তাহলে আমি তোমাদের ছেড়ে চলে যাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *