
বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
বিবিসি ওয়ান নিউজ
ভোলা সদর উপজেলা ভেদুরিয়ার তেতুলিয়া নদী হাজির হাট সংলগ্ন এলাকা থেকে দুইটি লঞ্চ তল্লাশি করে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ জব্দ করেন দক্ষিণ জোন কোস্টগার্ড।
২৫/৩/২৪ইং রোজ সোমবার অনুমানিক রাত্র ৯:৩০ মিনিটে দক্ষিণ জোন কোস্টগার্ডের সেকশন কমান্ডার শরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ৯,২০০ কেজি মাছ জব্দ করেন দক্ষিণ জোন কোস্টগার্ড।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইলিশা ফেরিঘাট কার্নিভাল ক্রুজ লঞ্চ থেকে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ জব্দ করেন দক্ষিণ জোন কোস্টগার্ড।
জব্দকৃত মাছের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা হয়নি।
জব্দকৃত বিভিন্ন প্রজাতির মাছ ভোলা সদর উপজেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম এর উপস্থিতিতে, স্থানীয় এতিমখানা, লিল্লা, বোরিং, গরিব, অসহায়, দুরস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।