
বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন ব
ভোলা সদর উপজেলাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রশিদ গং ক্ষমতার দাপট দেখিয়ে দিনে দুপুরে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির ফল ফলাদি গাছ কর্তনের অভিযোগ উঠে।
এই বিষয়ে জহির বলেন দীর্ঘ কয়েক বছর ধরে একটি জমি নিয়ে পার্শ্ববতী রশিদ গংদের সাথে মামলা মোকদ্দমা চলেছে, এরই ধারাবাহিকতায় ১৯/২/২০২৪ ইং রোজ রবিবার সকাল আনুমানিক ৬:৩০ মনিটে দেশীয় অস্ত্র দা বডি লাঠি সোটা নিয়ে আমাদের মাছের ঘেরে প্রবেশ করে আমাদের বিভিন্ন প্রজাতির ফল ফলাদি গাছসহ কলা গাছ কেটে ফেলে।
জহির আরো বলেন দীর্ঘদিন যাবত আমাদেরকে মামলা হামলা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন রশিদ গং।
এই বিষয়ে ভোলা সদর মডেল থানায় একাধিকবার বসাবসি করেও তারা তাদের মনের খায়েশ পূরণ করতে পারেননি।
গত রোববার ভোরবেলা আমাদের মাছের ঘেরে ঢুকে বিভিন্ন রকম গাছ কেটে ফেলে, আমি এর উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।
আমি চাই আমার মত আর কেউ যেন এই ধরনের প্রভাবশালীর কাছে জিম্মি হয়ে না থাকে,আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে গাছ কাটার বিষয়ে যোগাযোগ করলে তারা বলেন আসলে বিষয়টা দুঃখজনক জমি জমা নিয়ে ঝামেলা হতে পারে গাছ কাটার বিষয়টা খুব খারাপ আমরা এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত রশিদ গংদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তাদেরকে ফোনে পাওয়া যায় নি, স্থানীয় ওয়ার্ড মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান গাছ কাটার বিষয়টি আমাকে বাদিপক্ষ জহির জানিয়েছে আসলে এই বিষয়টা সত্য না মিথ্যা তদন্ত করার পরে আমি জানতে পারবো।