ভোলায় জাতীয়বাদী বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভোলায় জাতীয়বাদী বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিবিসি ওয়ান নিউজ

ভোলা প্রতিনিধ
মোঃ আরিফুল ইসলাম
বাংলাদেশ নিয়ে ভারত যে ষড়যন্ত্র চালাচ্ছেন, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় ১৪ ই আগস্ট রোজ বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে ভোলা প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

তার পদত্যাগ করার কথা যখন ছড়িয়ে পড়ে, বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশকে আবারো বিজয়ী এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।
তারপর থেকে শুরু হল বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে ভারতের। এই বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভোলা জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

ওই সময় উপস্থিত থাকেন ভোলা জেলার বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। সদস্য সচিব রাইসুল আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ। যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির। যুগ্ন আহবায়ক এনামুল হক।
ও থানা সদস্য সচিব হেল্লাল উদ্দিন। আরো উপস্থিত থাকেন খন্দকার মোঃ আলামিন সহ উপজেলা থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
ওই সময় বক্তব্য রাখেন ভোলা জেলার সদস্য সচিব রাইসুল আলম। তিনি বলেন
দীর্ঘ কয়েক বছর ধরে এই স্বৈরাচার সরকার আমাদের উপরে কঠোর নির্যাতন করে আছেন। সেই নির্যাতনের শিকার হয়ে অনেক ভাইয়ের জীবন দিতে হয়েছে তারই ধারাবাহিকতায় আমার ভোলা জেলার নুর আলম ও আব্দুর রহিমের তাজা প্রাণ স্বৈরাচারী শাসকের পুলিশ বাহিনীর গুলিতে আমাদের সামনেই কেড়ে নিয়েছেন। এবং তাই শেষ নয়, লুটতরাস সন্ত্রাসী হামলা এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন আমাদেরকে। সেই ২২ সালে নুর আলমের মৃত্যুকে কেন্দ্র করে সেই আন্দোলন এখন ৫আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় নিতে হয়েছে। শুধু বিদায় নেয়নি পালিয়ে দেশ ও ত্যাগ করেছেন।
আরো বক্তব্য রাখেন দলের আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
তিনি শহীদের রুহের মাগফেরাত অসুস্থদের জন্য দোয়া এবং সকল পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার কথা বলেন তিনি।
এই স্বৈরাচার শাসক দীর্ঘ অনেক বছর আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে আছেন তারই ধারাবাহিকতায় ৫ই আগস্ট ওই সময় ছাত্র আন্দোলনে তিনি পদত্যাগ করেন। তারপর থেকে আমরা কথা বলার এবং এই সম্মেলন করার সুযোগ পেয়েছি। দীর্ঘ ১৬ বছর আমরা সভা সমাবেশ করতে পারিনি এবং আমাদেরকে করতে দেয়নি আজ আমরা ভোলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে পেরেছি। এইজন্য শুকরিয়া আদায় করছি। আপনারা মনে রাখবেন ভারত আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা কেউ ওই ষড়যন্ত্রে পা দিব না। সকলের সতর্ক থাকবো সামনে নির্বাচন, নির্বাচনে বাংলাদেশে আমরাই বিজয় হব। এই খেয়াল আপনাদের সকলকে রাখতে হবে। আগামী দিন আমাদের সমাবেশ আছে আপনারা সবাই ওই সমাবেশে যোগদান করবেন আজ আমাদের সমাবেশ এখানেই আমরা সমাপ্ত করছি। সবার সুস্থতা এবং ভাল থাকার দোয়া কামনা করে সেখানে প্রোগ্রাম শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *