
ডিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে কেয়ার টেকার সরকার বিল পাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার,নির্যাতন, হয়রানি, জুলুমের প্রতিবাদে এবং জামায়াতে ইসলামীর আমির সহ সকল রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তির দাবিতে

আজ ৫/১০/২৩ ইং দুপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন। তার বক্তব্যে তিনি বলেন যে,বর্তমান সরকার দীর্ঘ ১৩/১৪ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে সন্ত্রাস,জুলুম, নির্যাতনের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলন্ঠিত করে দেশের আপামর জনসাধারণের জীবন বিষিয়ে তুলেছে। দেশের আলেম ওলামাদের উপর নির্যাতন, জামায়াতে ইসলামীর আমির সহ অসংখ্য নেতা-কর্মীদের গ্রেফতার করে দীর্ঘ দিন ধরে আটক রেখে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। সরকারের এসকল হীন ও ন্যক্কার জনক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে সকল কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষকে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।