
বিবিসি ওয়ান নিউজ
মোঃ আরিফুল ইসলাম
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের আব্দুল মালেক গংদের বিরুদ্ধে একই এলাকার আবুল কালামের ছেলে মোঃ নোমানকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ইং সকাল অনুমানিক সাড়ে ৮ টার দিকে পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নোমান বলেন আমি সোহেল গংদের বাড়ির সামনে দিয়ে, কোম্পানির কাজে যাওয়ার সময়, আমাকে ঘেরাও দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে সোহেল , আব্বাস, আব্দুল মালেক, সোহাগ, সেলিম, জামাল তাদের হাতে থাকা এসেস পাইপ, রট দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। অতিরিক্ত মারধরের ফলে আমি জ্ঞান হারাই পরবর্তীতে আমার মৃত্যু হয়েছে মনে করে তারা আমাকে খালের ওপারে নিয়ে ফেলে রাখে তারা চলে যায়।সেখানে আমাকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা দেখে উদ্ধার করে তাদের বাড়িতে নেয় এবং আমার বাড়িতে খবর দেয় খবর পেয়ে আমার পরিবার লোকজন ছুটে এসে আমাকে সদর হাসপাতালে ভর্তি করায়। কালাম বলেন আমাদের সাথে পূর্ব থেকে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছে আব্দুল মালেক মালদের সাথে। স্থানীয়ভাবে একাধিক বার সালিস মীমাংসা হলেও ওই সালিশ মীমাংসা কে অমান্য করে, আমার জমি জোরপূর্বক দখল করেন আব্দুল মালেক গংরা। তাতেও তারা ক্ষ্যান্ত হননি , মৎস লীগ নেতা মিজানুর রহমানের ক্ষমতার দাপট দেখিয়ে আমার পরিবারের উপর একাধিক হামলা চালায় । হামলায় আমার পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হয়। আমি নিরুপায় হয়ে, কোর্টে মামলা দায়ের করি। ওই মামলায়, মালেক গংরা কোর্টে হাজিরা না দেওয়াতে, তাদেরকে পুলিশ গ্রেফতার করেন। ওই গ্রেফতারের পরিপ্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয়ে।কোর্ট থেকে জামিনে গিয়ে পরিকল্পিতভাবে আমার ছেলে নোমানকে অতর্কিত হামলা করে হত্যার চেষ্টা করে । আমি প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানাই।
এ বিষয়ে আবদুল মালেকের ছেলে সোহেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন কিছু দিন আগে আমার মা মারা গেছে। এখন আবার বাবাকে পুলিশ গ্রেফতার করেছে এজন্য রাগের মাথায় উক্ত মারামারির ঘটনা ঘটেছে ।