
বিবিসি ওয়ান নিউজ
মোঃ মেহেদী হাসান (সুমন)
এসো হে বৈশাখ,
এসো এসো...
আজ রবিবার (১লা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, ভোলা এর আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বর্ষ বরণ অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়, এবং সেখানে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনাব আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ভোলা,জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেয়ের মনিরুজ্জামান মনির ,সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশা পাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।