ভোলা জামায়াতের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ভোলা জামায়াতের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিবিসি ওয়ান নিউজ

আরিফুল ইসলাম।|। বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের মুক্তি বিরোধী দলীয় নেতা কর্মীদের মুক্তি ও দ্রব্যমঊল্য নিয়ন্ত্রণের দাবিতে চলমান সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা শাখা।
মিছিলটি শহরের প্রবেশের প্রধান-সড়ক (বিশ্ব-রোডে)অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নেতৃত্ব দেন,জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওঃ আঃ গাফফার বলেন, অবৈধ সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে। সংগ্রামী দেশবাসীকে বলতে চাই, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই অবরোধ চলছে । অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে আমাদের এই অবরোধ আরো তীব্র থেকে তীব্রতর হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শূরা সদস্য মাওঃ ছালাহ্উদ্দিন,মাও: আবুল খায়ের ইউনিয়ন নেতৃবৃন্দ কামাল হোসেন,ইসমাঈল,আঃ হাই সহ ওয়ার্ডের নেতাকর্মীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *