বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন, মোঃ আরিফুল ইসলাম
ভোলা বোরহানউদ্দিন থানাধীন কুতুবা ইউনিয়ন ০৫নং ওয়ার্ডস্থ আহসান পাটোয়ারীর মালিকানাধীন সুরমা ইট ভাটার পূর্ব পাশে জনৈক সাজু মিয়ার সুপারী বাগান থেকে মিল্টন ওরফে মিল্টন দে (৪৫), পিতা- জাদব চন্দ্র দে, মাতা- মৃত চঞ্চলা রানী। ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি।
পুলিশ সুপার মাহিদুজ্জামানের দিক-নির্দেশনায়, মোঃ মোরাদ হোসেন অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ সামিম সরদার, এ এসআই (নিঃ) মোঃ আল আমীন এবং সঙ্গীয় ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, ভোলার জিডি নং-২১৩,
১৬/০৩/২০২৪ ইং তারিখে মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আনুমানিক সময়ে সন্ধ্যা ৬.৫০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মিল্টন দে, কে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।