মাত্র নয় মাস ২২ দিনে পুরো কোরআন হৃদয়ে ধারণ করেছে সিফাত হোসেন

মাত্র নয় মাস ২২ দিনে পুরো কোরআন হৃদয়ে ধারণ করেছে সিফাত হোসেন

বিবিসি ওয়ান নিউজ

মোঃ তামিম হোসেন

মাত্র ৯ মাস ২২ দিনে কোরআনে হাফেজ হয়ে বেরিয়েছেন মোঃ সিফাত হোসেন। ভোলার বাংলাবাজার দৌলতখান রোড সংলগ্নে আয়েশা সিদ্দিকা আল ইসলামিয়া মাদ্রাসা থেকে সিফাত হোসেন মাত্র ৯ মাস ২২ দিনে কোরআনে হাফেজ হন এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১ টার দিকে বিবিসি ওয়ান নিউজ এর কর্মীরা চলেন আয়েশা সিদ্দিকা আল ইসলামিয়া মাদ্রাসায়। উদ্দেশ্য ৯ মাস ২২ দিনে হাফেজ হওয়া সিফাত হোসেনের সঙ্গে দেখা করা। জানা যায় সিফাত হোসেন গতো ৭ই ডিসেম্বর ২০২১ সালে আয়েশা সিদ্দিকা আল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ২২ সালে কায়দা আমপারা ও নাজেরা বিবাগ শেষ করে এবং গতো ২৮ /৩- ২০২৩ এ হেফজ ছবক শুরু করেন এবং 18। 1/2024 রোজ বৃহস্পতিবার ভোর 4টা 40 মিনিটের দিকে হেফজ ছবক সম্পন্ন করেন। জানা যায় সিফাত মনপুরা থানাধীন সাধের হাট নামক এলাকায় ২০১৪ সালের ১৮ই অক্টোবর জন্মগ্রহণ করেন
পিতার নাম মোঃ সুলাইমান গ্রাম সাধের হাট দালাল বাড়ি।

এ ব্যাপারে কথা হয় মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল্লাহর সঙ্গে তিনি জানান।
এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয় গতো ১।২।২০২১ সালে অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারির ১ তারকে।এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নূরানী কারিকুলাম ও ইসলামিক ধারাবাহিকতায় পাঠদান করানো হয় এবং রয়েছে হেফজো ও নাজিরা বিভাগ । মাদ্রাসায় বর্তমানে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০০ এর অধিক। যার মধ্যে নূরানীতে রয়েছে ৬০ জন। নাজিরা বিভাগে রয়েছে ১৮ জন। হেফজো বিভাগে আছে ২৩ জন

মাদ্রাসাটির পরিচালক হাফেজ আব্দুল্লাহ আরো জানান প্রথম বছরই চারজন ছাত্র হেফজ সবক সম্পন্ন করেন তার মধ্যে মিনহাজ নামে একজন মাত্র ৭ মাসে কোরআনে হাফেজ হয়ে বেরিয়েছেন। মাত্র তিন বছরে আয়েশা সিদ্দিকা আল ইসলামিয়া মাদ্রাসা থেকে ১০ জন হাফেজ বেরিয়েছেন।
জানা যায় আয়েশা সিদ্দিকা আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল্লাহর হাতে অনেক ছাত্রই হাফেজ হয়েছে তার এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআন খেদমত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *