
— এম এইচ সুমন।
দোয়া করুন আর নাই করুন
তাতে কোনো ক্ষতি নাই
মুসলিম ঐক্য গড়তে হবে
তার কোনো বিকল্প নাই।
আলেমে আলেমে ফতোয়া বাজি যত করুন
তাতে কোনো কল্যাণ নাই
কুরআন, সুন্নাহর সঠিক আদেশ মেনে
উপযুক্ত ফতোয়া দিলে মানবে সবাই।
মসজিদ,মক্তবে দান করেন
তাতে নফল সাওয়াব পাবেন ভাই
প্রকৃত ইসলামী আন্দোলনে দান করিলে
ফরয আদায় হবে কোনো সন্দেহ নাই।
মুখোশধারী সরকার জনগণকে শোষণ করেন
তাতে ক্ষতি ছাড়া কোনো উপকার নাই
অসহায় মানুষের পাশে দাঁড়ান
এতে অনেক অনেক ফায়দা ভাই।
ইহুদি, নাসারা গোষ্ঠীর অত্যাচারে বিশ্বে জুলুম, নির্যাতন, হত্যা নির্বিচারে চলে তাই
অসহায় মানুষের পাশে দাঁড়াতে
মুসলিম ঐক্যের কোনো বিকল্প নাই।
সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য যতো বলেন
তাতে গুনাহ ছাড়া কোনো ফায়দা নাই
সঠিক কথা বলতে পারার মধ্যে
অনেক কল্যাণ আছে জেনে নিন ভাই।
ফিলিস্তিনে হামাস নিধনের নামে
চলছে ইহুদি নাসারাদের বর্বর হামলা
কিছু আলেম নামের জালেমরা
হায়েনাদের পক্ষে বসিয়েছে ফতোয়ার পসরা।
দেশ-বিদেশে যখনই মুসলিমদের উপর
বর্বর হামলা,নির্যাতন চলে
মানবতার দুশমনদের সাথে কুলাঙ্গার আলেমরা
তখন প্রকৃত ইসলামী শক্তির বিপক্ষে কথা বলে।
ইহুদি, নাসারা গোষ্ঠীর পক্ষে যারা লড়ে
তাদের কোনো রক্ষা নাই
ইসলাম ও মানবতার সাহায্যার্থে
বিশ্ব মুসলিমের ঐক্য চাই।।