
বিবিসি ওয়ান নিউজ
তামিম হোসেন
স্বাবলম্বী প্রোজেক্ট মেসার্স আলম টি স্টোর যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ ও প্রবাসী কল্যাণ ফেডারেশনের তত্বাবধানে।বাস্তবায়িত হয়।পশ্চিম ইলিশা বাঘার হাট বাজার উদ্বোধন হলো আলম টি-স্টোর। পহেলা জানুয়ারি ২০২৫
স্বাবলম্বী হওয়া আলম হোসেনের সাথে কথা বলে জানতে তিনি পেশায় ছিলেন একজন নসিমন ড্রাইভার, গত এক বছর আগে গাড়ি এক্সিডেন্ট করে বাসায় পড়েছিলেন তেমন কোন সহযোগিতা পাননি স্থানীয় প্রতিনিধি দের কাছ থেকে।
গেল কিছুদিন আগেই যুবশক্তি ছাত্রকল্যাণ সংঘ জানতে পারে পশ্চিম ইলিশা বাগারহাট বাজারের অসহায় আলম হোসেনের অসুস্থতার কথা তাৎক্ষণিক স্বাবলম্বী প্রজেক্টের এর কাজ শুরু করেন তারা। তারই ধারাবাহিকতায় আজ পহেলা জানুয়ারি আছর বাদ পশ্চিম ইলিশার বাঘারহাট বাজার আলম টি স্টোর দোকানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন।
অসহায় আলম হোসেন খুশিতে আত্মহারা,যুবশক্তি ছাত্রকল্যাণ সংঘের কাছ থেকে সহযোগিতা পেয়ে এ সময় আলম হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
এ বিষয়ে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের চেয়ারম্যান আকতার হোসেন বলেন আলমের অসুস্থতার বিষয়টি আমি কিছু দিন আগেই জানতে পারি তাৎক্ষনিক আমি এই প্রজেক্টের ব্যাপারে আমার সংগঠনের সকল নেতৃবৃন্দদের সাথে পরামর্শ করে এই প্রোজেক্টের কাজ শুরু করি আর আজ পহেলা জানুয়ারি, উক্ত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে- ইংরেজি নতুন বছরের প্রথম প্রজেক্ট বাস্তবায়ন করি। তিনি আরো বলেন আমি যতদিন বাঁচবো ততদিন এই সংগঠন ও সংগঠনের সকল সদস্যদের সমন্বয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
উক্ত প্রোজেক্টে উপস্থিত ছিলেন, সভাপতি তাজউদ্দীন নাঈম, মিজানুর রহমান, শামসুদ্দিন, ভোলা জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সোহান,হাফেজ আরিফ, তামিম হোসেন প্রমুখ।