
বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার বিদেশী শ্রমিক ইসরাইল ত্যাগ করেছে। এতে দেশটির কৃষি খাতে বড় ধরনের শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেশটির শ্রম মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, ইসরাইলে প্রায় ৩০ হাজার বিদেশী কর্মী কাজ করতো। কিন্তু ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর তাদের এক চতুর্থাংশও আর সেখানে নেই।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে প্রায় ২০ হাজার ফিলিস্তিনি কৃষি শ্রমিককে আর ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ফলে শ্রমিক সঙ্কটটি আরো প্রকট আকার ধারণ করেছে। এর ফলে কৃষি খাতে পাঁচ হাজার বিদেশী শ্রমিক প্রবেশের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরাইলিদের মুক্তি দেয়ার শর্তে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের এই পর্যায়ে বিরতি দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অপরদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সাথে ইসরাইলি বাহিনীর তীব্র লড়াই চলছে। ইসরাইলি বাহিনী ক্রমাগত গাজার অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে। তবে হামাসের প্রতিরোধের মুখে তাদের অগ্রাভিযান ততটা মসৃণ হচ্ছে না।