
বিবিসি ওয়ান নিউজ
মোঃ মেহেদী হাসান (সুমন)
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভোলায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন ধরে রাখতে ৭ জানুয়ারি নৌকায় ভোট দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই নৌকার জন্য কাজ করেন, নৌকা মার্কায় ভোট দিন।
ভোলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিপুল নেতাকর্মী নিয়ে তোফায়েল আহমেদের নেতৃত্ব বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, আলহাজ্ব মিয়া মোঃ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।