
বিবিসি ওয়ান নিউজ
মোঃ মেহেদী হাসান সুমন
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের কন্দকপুর ০৬ নং ওয়ার্ড মোঃ কাশেম পালোয়ান (৬৫) পিতা- মৃত লতিফ পালোয়ান এর বাড়ীর প্রবেশ পথের রাস্তার সুপারী বাগানের মধ্যে বাঁশ ঝাড়ের পাশে রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা আসামী/আসামীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরী সচল শার্টারগান এবং এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করছে ভোলা ডিবি ও সাইবার পুলিশের একটি চৌকস টিম।
ইং ৩০-১২-২০২৩ তারিখ রাত ০২.২০মিনিট এর সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোহাম্মদ মাসুদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের কন্দকপুর ০৬ নং ওয়ার্ড মোঃ কাশেম পালোয়ান (৬৫) পিতা-মৃত লতিফ পালোয়ান এর বাড়ীর প্রবেশ পথের রাস্তার সুপারী বাগানের মধ্যে বাঁশ ঝাড়ের পাশে রাস্তার উপর অজ্ঞাতনামা আসামী/আসামীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরী সচল শার্টারগান এবং এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা আসামী/ আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।