
বিবিসি ওয়ান নিউজ
প্রতিবেদক : মোঃ তামিম হোসেন
বাড়ি ভোলা বাপ্তা ইউনিয়নের চাঁচড়া গ্রামে । তিনি একটি আন্দোলন গড়ে তুলতে নিজেকে শ্রমিক আব্দুল মালেক হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করছেন। তিনি বলেন, পলিথিন ব্যাগ ও প্লাস্টিক পণ্যের বিক্রি বন্ধ করতে এই আন্দোলন করছেন।পাটকে সোনালী আঁশ বলে থাকে। পাটের ব্যাগ, পাটের জিনিস পত্র ব্যাবহার করতে আহ্বান জানিয়েছেন।

ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ গড়তে এগিয়ে আসুন সকলেই এই আহ্বান জানাই।তার শরীরের ব্যাবহার করছেন চটের জামা ও টুপি , পায়জামা চটের পোশাক ব্যাবহার ও পরিধান করেছেন। শ্রমিক আব্দুল মালেক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।তাই তাদের সহযোগিতা কামনা করছেন। তিনি একাই বিভিন্ন স্থানে চটের ব্যাবহার করতে লড়াই করে যাচ্ছেন। আসুন আমরা সবাই চটের ব্যাগ ,চটের পন্য ব্যবহার করি , এবং চটের বস্তায় চাল,আটা বিক্রি করার জন্য কোম্পানী ও দোকানে ব্যাবহার করতে অনুরোধ করেছেন। আজ শনিবার (১৫জুন) সকাল১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন কর্মসূচী পালন করতে এসে অনেক পথচারী মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশ দেখেন ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শ্রমিক আব্দুল মালেক জাতীয় পচটের,র্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে পলিথিন বর্জন করে চটের ব্যাগ ব্যবহার ও পাট পন্যের ব্যবহার করার জন্য আইনি কার্যকর ব্যবস্থা ও গ্রহণ করতে আহ্বান জানান। ইতিমধ্যে তিনি বস্ত্র ও পার্ট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এর সাথে দেখা করেছেন। তিনি আশ্বাস দেন পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ও জিনিসপত্র ব্যাবহার করতে কঠোর ব্যবস্থা নেবেন।