
বিবিসি ওয়ান নিউজ
নিজস্ব প্রতিবেদন
জেলা প্রশাসক কর্তৃক ভোলা আন্তঃমহাসড়কের বিধিমালা প্রত্যাহারের দাবীতে সিএনজি ও অটোরিকশা শ্রমিক দলের বিক্ষোভ ও মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১২ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিকদলের উদ্যোগে ভোলা সরকারি স্কুল মাঠে থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে বিক্ষোভ ও মাববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুউদ্দিন পান্নু।
তিনি বলেন গত( ৬মে) জেলা প্রশাসক কর্তৃক আন্তঃমহাসড়কের সিএনজি অটোরিক্সা যে বিধিমালা করা হয়েছে তা প্রত্যাহারের করে দ্রুত সিএনজি অটোরিক্সা শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য দাবি জানান।
এসময় সিএনজি অটোরিকশা শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।